রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘প্লাটিনাম’ গ্রেডে লিড সার্টিফিকেট পেলো নিপা গ্রুপের ২ সহ প্রতিষ্ঠান সাভারে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীনগরে টাকার ছড়াছড়ি ও হুমকির অভিযোগ এনে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সিরাজদিখানে পিএফজি’র সংবাদ সম্মেলন আশুলিয়ায় ২৪ ঘন্টায় ৬ জনের মরদেহ উদ্ধার ভাঙ্গা থেকে যশোর নতুন রেললাইন চালু হবে-রেলমন্ত্রী ওসি’র অগোচরেই চলছে কাশিমপুর থানার কার্যক্রম  জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস হজ্ব প্রশিক্ষন অনুষ্ঠিত ১৮ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়তে কাজ করে যাচ্ছি: খসরু চৌধুরী এমপি ৩য় শ্রেণির দুই শিশুকে হাত-মুখ বেঁধে পাশবিক নির্যাতন

গাজায় যুদ্ধবিরতি! উচ্ছাস ফিলিস্তিনিদের

আন্তর্জাতিক / ৩১ সময়
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

হামাস বলেছে, তারা মিসর ও কাতারের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। খবর আল জাজিরার।

গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে বলেছে, তাদের প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিসরের গোয়েন্দা প্রধানকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, তারা কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন।

ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া মূল্যায়ন করতে ওয়াশিংটনের কত সময় লাগবে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে তিনি বলেছেন, সিআইএ পরিচালক বিষয়টি নিয়ে কাজ করছেন।

চুক্তি চূড়ান্ত করতে সিআইএ পরিচালক উইলিয়াম জে বার্নস শুক্রবার থেকে মধ্যপ্রাচ্যে রয়েছেন। মিলার বলেন, এটি এমন একটি বিষয়, বাইডেন প্রশাসনের প্রত্যেকের কাছে এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সবাই বিষয়টিতে নজর রাখছেন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় বসবাসকারী বেসামরিক মানুষদের শহরটির একটি অংশ খালি করে দিতে নির্দেশ দিয়েছে। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ফিলিস্তিনিরা।

৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ৩৪ হাজার ৭৩৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৭৮ হাজার ১০৮ জন।

রয়টার্স ও আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর