বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

উত্তরা ট্রাফিক ডিসির নির্দেশনায় ১৫০টি ভ্রাম্যমান দোকান উচ্ছেদ

রফিকুল ইসলাম মিঠু / ১৬৮ সময়
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪
Oplus_131072

জসীমউদ্দীন মোড় থেকে পাকার মাথা পর্যন্ত ৫০০ মিটার ফুটপাত থেকে আনুমানিক ১৫০টি ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করেছেন উত্তরা ট্রাফিক পুলিশ।

আজ সোমবার সকাল থেকে দুপুর ২ টা পযর্ন্ত জসিমউদদীন ট্রাফিক বক্সের টি আই ইউনুসের নেতৃত্বে একদল ট্রাফিক পুলিশ এই উচ্ছেধ অভিযানে অংশ নেন।

 

উচ্ছেধ অভিযানের পরের চিত্র।

 

এছাড়া ও ট্রাফিক এয়ারপোর্ট জোনের বিভিন্ন স্থানে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেন এই টি আই। টি আই ইউনুস বলেন :ভিসি স্যার নির্দেশ দিয়েছেন ফুটপাত হকার মুক্ত করার জন্য।

নাবিদ কামাল শৈবাল স্যার বলেছেন জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোন কিছুই ফুটপাতে রাখা যাবে না।

ফুটপাতের দোকানদাররা তো বলে যে তারা দোকানদারি করার জন্য চাঁদা দেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাকে চাঁদা দেয় সেটা আমার বোঝার বিষয় নয়, যদি কেউ বলতে পারে যে আমাকে দশটি টাকা চাঁদা দিয়েছে তাহলে হাতে চুড়ি পড়ে এখান থেকে চলে যাব।

এই উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক এয়ারপোর্ট জোন, ট্রাফিক উত্তরা বিভাগ, ডিএমপি এর অনেক কর্কমর্তা। ছবির মাধ্যমে প্রকাশ পাচ্ছে পূর্বের এবং পরের চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর