বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

মাসুদ রানা / ১৪২ সময়
আপডেট: সোমবার, ২০ মে, ২০২৪

গাজীপুরের কাশিমপুরে গোল্ডেন লাইফ স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মুন্নাফ আলী ও স্কুলকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০ মে)দুপুর ৩.৩০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের সুলতান মার্কেট এলাকায় গোল্ডেন লাইফ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গোল্ডেন লাইফ স্কুল এন্ড কলেজের শিক্ক্ষ,শিক্ষকসহ অভিভাবকবৃন্দদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে দশম শ্রেণীর শিক্ষার্থী ইভা ও আমেনা আক্তার বলেন আমাদের স্কুলটি দীর্ঘদিন যাবত সুনামের সাথে ভালো রেজাল্ট করে যাচ্ছে।এগুলো দেখে কিছু কুচক্রীমহল সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। আমরা এসমস্ত অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এছাড়াও গোল্ডেন লাইফ স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক কানিজ ফাতেমা বলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলকে জড়িয়ে যে ধরনের মিথ্যা ও অপপ্রচার চালানো হচ্ছে এগুলো সবই বানোয়াট ও ভিত্তিহীন। এগুলোর কোন কিছুই আমাদের সহকর্মীবৃন্দর কাছে কখনোই দেখিনি। এসমস্ত ঘৃণ্য কাজের সাথে যারা জড়িত আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এব্যাপারে ভুক্তভোগী প্রধান শিক্ষক মুন্নাফ আলী বলেন গতকাল একটি ফেসবুক ফেক আইডির মাধ্যমে আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যা আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।আমি ওই ফেক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে আদৌ আমার প্রতিষ্ঠানের কোন ছবি নয়।

ওই মেয়েকে আমি চিনি না কুচক্র মহল ইচ্ছাকৃতভাবেই আমার প্রতিষ্ঠান এবং আমার সুনাম নষ্ট করার জন্য তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে । এদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আইনের দারস্ত হচ্ছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই সমস্ত অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছি।

এছাড়াও উক্ত মানববন্ধনে গোল্ডেন লাইফ স্কুল এন্ড কলেজের সভাপতি হাজী আব্দুস সালাম আহমেদ,মন্ডল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মাইন উদ্দিন মন্ডলসহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর