দিনাজপুরে কেয়ার নার্সিং কলেজে নবাগত শিক্ষার্থীদের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষ বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে বৃহস্পতিবার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ হলরুমে পরিচিতি পর্ব অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড.শারমিন সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ।
অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষার্থী মারুফ ও জ্যোতিময় কর্মকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য আবু তাহের আবু।
জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ আনোয়ারুল কবির, জিয়া হাট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডঃ সুধা রঞ্জন রায় ভারপ্রাপ্ত পরিচালক কেয়ার স্পেশালাইজ জেনারেল হাসপাতাল ডা: আশরাফুজ্জামান লিটন।
উপাধ্যক্ষ মোসাম্মৎ মোস্তফা বেগম. এ উপস্থিত ছিলেন সচিব মো: শাহজাহান আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
========