মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

সিরাজদিখানে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ২৩৭ সময়
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪

মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা বিএনপি স্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

এসময় তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর হাত ধরেই এদেশে উন্নয়নের ধারা সূচিত হয়েছে। তিনিই প্রথম বিদেশে জনশক্তি রপ্তানি করেন। আজ তাঁর ৪৩তম প্রয়াণ দিবসে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরও বলেন, আজ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে বিএনপির সকল নেতাকর্মীদেরকে ঐক্য বদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, মোঃ খলিলুর রহমান, বাদল সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আতাউর হোসেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুর রহমান টিটু, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূঁইয়া,সদস্য সচিব শেখ রাসেল, উপজেলা কৃষকদের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কেয়াইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাসিম খান,রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ হীরা,বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার,কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিল শেখ,বালুচর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন,

জৈনসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন শেখ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিম আল রাজী,। সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনোয়ার মোর্শেদ মাসুম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা এ,বি মঞ্জু, যুবনেতা আরিফ খান রিগ্যান, আসলাম ভুইয়া, রহমান রানা, উপজেলা যুবদল নেতা কাইয়ুম চৌধুরীসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হরিনের খিলগাঁও এতিমখানা মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম।

=======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর