বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

নড়াইলে‘চ্যানেল এস’ এর উদ্বোধনী উৎসব অনুষ্ঠিত

শেখ নয়ন / ৩৬ সময়
আপডেট: রবিবার, ৩০ জুন, ২০২৪

‘সব কথা সবার কথা’শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ‘চ্যানেল এস’। শুভ উদ্বোধন উপলক্ষ্যে  মাসব্যাপী বিশ্বজুড়ে ‘চ্যানেল এস’উদ্বোধনী উৎসব-২০২৪ এর অংশ হিসেবে রবিবার বিকাল ৫ টায় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লোহাগড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও চ্যানেল এস এর নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান
সভাপতিত্বে এবং যায়যায়দিনের লোহাগড়া প্রতিনিধি রুপক মুখার্জি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন  চ্যানেল এস’এর নড়াইল প্রতিনিধি মো. ওবায়দুর রহমান ।

এ ছাড়াও বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম এর সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সব কথা সবার কথা’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে  ‘চ্যানেল এস’। গত ১২ জুন ২০২৪ ইং বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবাদ ও বিনোদন ভিত্তিক এ স্যাটেলাইট টেলিভিশন স্টেশনের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন ঘোষণা করেন।

‘চ্যানেল এস’বাংলাদেশের প্রথম এআই প্রযুক্তি সম্বলিত ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ‘চ্যানেল এস’মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে পথ চলবে সানশাইন টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন এ চ্যানেল। অনুষ্ঠানের পাশাপাশি নির্ভীক, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চায়  ‘চ্যানেল এস’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর