কারফিউ শিথিল!আজ থেকে চললো ট্রেন
কারফিউ শিথিল হওয়ায় আজ থেকে চললো ট্রেন। কারফিউ শিথিল থাকা সময়ের মধ্যে রাজশাহী ও খুলনা রুটে চালানো হলো দুটি মেইল ট্রেন। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে টানা ১২ দিন ট্রেন চলাচল বন্ধ ছিল।
এর মধ্যে দিয়ে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (১ আগস্ট) রাজশাহী থেকে স্বল্প পরিসরে চলাচল শুরু করলো ট্রেন। এদিন সকাল ৯টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি ছেড়ে যায়।
এরমধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে লোকাল মেইল ট্রেন- ৫৬৩ এবং রাজশাহী-খুলনা রুটের মেইল ট্রেন-১৫ মহানন্দা এক্সপ্রেস ছেড়ে যায়। প্রথমে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।
এর কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় লোকাল মেইল ট্রেন ৫৬৩। পরে ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরেও আসে। আর রাতে ফিরে আসার কথা রয়েছে খুলনায় যাওয়া ট্রেনটিও।
রাজশাহী রেলওয়ের স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, এখনও পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্য কোনো ট্রেন ছাড়ার সিদ্ধান্ত হয়নি। আজ স্বল্প পরিসরে দুটি ট্রেন চালানো হয়েছে। তবে তাদের প্রস্তুতি রয়েছে।
কোনো সিদ্ধান্ত এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।