বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
র‌্যাবের গাড়ি থেকে আওয়ামী নেতাকে ছিনিয়ে নিলো পিস্তল বাপ্পি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে – খেলাফত মজলিস দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা দখলমুক্ত হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটা ৩৪জেলায় নতুন জেলা প্রশাসক অন্তর্বর্তী সরকার  এএসপি আব্দুল্লাহিল কাফী সাময়িক বরখাস্ত শিক্ষা প্রশাসনে কর্মকর্তাদের রদবদল গোপালগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজদের বিচারের দাবিতে মানববন্ধন পুলিশ কমিশনার সাথে সিএমইউজে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সহিংসতায় কোনো শিশু মারা যায়নি-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৫ সময়
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

সহিংসতায় কোনো শিশু মারা যায়নি-স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় কোনো শিশু মারা যায়নি। শিশু বলতে আমরা যা বুঝি তেমন কেউ মারা যায়নি, হয়ত দুয়েকজন কিশোর মারা গেছে।

এছাড়া, যে গুলিগুলো পাওয়া গেছে তার অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না। সেগুলো পুলিশ ব্যবহার করেনি বলেও জানান তিনি।

শনিবার (০৩ আগস্ট) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক শেষে সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এদিকে, জাতিসংঘ বলেছে সহিংসতায় এ পর্যন্ত ৩২টি শিশু মারা গেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হচ্ছে, শিশুর ব্যাখ্যা আপনি সঠিকভাবে দিচ্ছেন না। শিশুর একটা সংজ্ঞা আছে। ১৮ বছর বয়সীদের কিশোর বলে, শিশু বলে না। আর ১৮ বছরে আমার মনে হয়, যৌবনপ্রাপ্ত হয়ে যায়। সে তখন আর কিশোরও থাকে না, সে যুবক, আমার মতে।

তিনি বলেন, যেহেতু বয়সের একটি বাধা আছে, সেহেতু তাকে এখন কিশোর বলা হয়। কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যা বুঝি, তাতে কোনো শিশু মারা যায়নি। এখানে হয়ত দুয়েকজন কিশোর মারা গেছে। এই আন্দোলনে তাদের ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছিল। তারা সামনে ছিল, পিছনে ছিল আসল, যাদের চেহারাটা শিশুদের আড়ালে ছিল। পেছনের শক্তিটাকে রুখতেই এ ঘটনাগুলো ঘটেছে।

এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, তাহলে কাদের গুলিতে মারা গেছে? জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা যে গুলিগুলো পেয়েছি, সেগুলোর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না, পুলিশ ব্যবহার করেনি।

তাহলে কারা করেছেন, দেখা গেছে যুবলীগের নেতাও গুলি করেছেন? এর জবাবে মন্ত্রী বলেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছেন। গুলি করতে যাননি। ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কতজন মারা গেছেন, নিশ্চয়ই জানেন।

অসহযোগ আন্দোলন নস্যাৎ করতে আপনাদের কী পরিকল্পনা? জানতে চাইলে তিনি বলেন, আমরা নস্যাৎ করতে চাই না। আন্দোলন যদি এ দেশের জনগণ যুক্ত হয়, হবে। সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না।

তাহলে আন্দোলনকারীরা কোনো আক্রমণের শিকার হবে না, নিশ্চিত? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আপনাকে যদি কেউ মার দেয়, আপনি তাকে মার দেবেন না? আপনি কী বসে থাকবেন? আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মরক্ষা অধিকার দেওয়া আছে। আপনাকেও অধিকার দেওয়া আছে। আপনাকে যদি কেউ হামলা করে, তাহলে প্রাণ ও সম্পদ রক্ষায় আত্মরক্ষা করতে পারেন। এটা আইনি অধিকার।

আন্দোলনকারীদের সরকার পতনের একদফা দাবি নিয়ে তিনি বলেন, আন্দোলনকারীরা এখন আর কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই। এটা এখন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে। কাজেই ছাত্রদের ভুল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করেছেন, তারাই এই কাজগুলো করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর