মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

নরসিংদীতে পূর্বঘোষিত বিক্ষোভ! ৬ দফা পেশ

নরসিংদী / ৫১ সময়
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

নরসিংদীতে পূর্বঘোষিত বিক্ষোভ! ৬ দফা পেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী নরসিংদীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। শনিবার বেলা তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড়ে মহাসড়ক দখলে নিয়ে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েক হাজার আন্দোলনকারী।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয়পাশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শনিবারের কর্মসূচিতে নরসিংদীর জেলখানা মোড়ের আশেপাশে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এ সময় মাথায় জাতীয় পতাকা বেঁধে আন্দোলকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন রকম স্লোগান দেন। স্লোগানে মুখর হয়ে ওঠে জেলখানা মোড়ের চারপাশ। বিকেল ৬টায় মাইকে ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।

পরে বিকেল সাড়ে ৬টায় নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদীর সমন্বয়করা। সমন্বয়কদের পক্ষে বক্তব্য রাখেন শাহজালাল রহমতউল্লাহ। তিনি বলেন, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে একাত্মতা পোষণ করে অসহযোগ আন্দোলনে নরসিংদীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আরো ৬ দফা দাবি পেশ করা হলো।

দাবিগুলো হলো-
১. সব যানবাহন অনির্দিষ্টকালের জন্য আগামীকাল থেকে বন্ধ থাকবে।
২. জেলার কলকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান বাদে সব দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
৪. সপ্তাহে একদিন রোববার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যাংক সেবা চালু থাকবে।
৫. জরুরি সেবা হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে।
৬. জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম করা হবে, আগ্রহীদের সমন্বয়কদের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

তিনি আরও বলেন, আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা সরকারকে কোন ট্যাক্স দেব না, সরকারকে কোনো সহযোগিতা করবো না। যারা আমাদের ওপর গুলি চালাতে পারে তাদের কোনো সহায়তায় আসবো না। শুক্রবার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা জানাই। আমাদের অন্যতম সমন্বয়ক তমাল গুরুতর আহত অবস্থায় আইসিওতে চিকিৎসাধীন। তার জন্য দোয়া করবেন। আগামীকাল দুপুর ১২টায়  আমরা ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর