বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

লুট হওয়া দুটি অস্ত্রসহ ৪ পিকআপ মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৪ সময়
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

লুট হওয়া দুটি অস্ত্রসহ ৪ পিকআপ মালামাল উদ্ধার। গেলো ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পদত্যাগের পরই রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।

সেই লুট হওয়ায় মালামাল ফেরত চেয়ে মসজিদ থেকে মাইকিংয়ের পর সেগুলো মসজিদে জমা দিয়ে গেলে তা নিয়ে থানায় পৌঁছে দিয়েছে শিক্ষার্থীরা।

এখন পর্যন্ত দুটি অস্ত্র, ১টি হ্যান্ডকাপসহ প্রায় ৪ পিকআপ মালামাল উদ্ধার করেছে বলে জানিয়েছেন তারা।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর নাসিক ৬ ও ৭ নং ওয়ার্ড এলাকা থেকে এসব মালামাল ফেরত পাওয়া গেছে।

থানা প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফেরত পাওয়া বিভিন্ন মালমাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুঝিয়ে দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এখন পর্যন্ত ৪টি পিকআপ ভরে মালামাল উদ্ধার করেছেন। তারা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে থানা পরিষ্কারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করছেন।

মেহরাব হোসেন প্রভাত নামের এক ছাত্র বলেন, আমরা থানা পরিষ্কারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল ফিরিয়ে দিতে এসেছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এখন পর্যন্ত দুটি অস্ত্রসহ কয়েক গাড়ি লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে। শীঘ্রই থানা পুলিশের কার্যক্রম চালু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর