রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএসসি-২০২৫ এ উপজেলার শীর্ষস্থান অর্জন করলেন: ফারহানা ফরহাদ চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলি বর্ষণ উৎপাদনে বিপ্লব: ডুমুরিয়ায় ধুন্দল চাষে সাফল্যের গল্প ডুমুরিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও সম্ভাবনা শীর্ষকসেমিনার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন  ২০২৫ অনুষ্ঠিত হয়েছে চাঁদা না দেওয়ায় পিটিয়ে এবং থেঁতলে হত্যা করা হয় লাল চাঁদকে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ আলোচিত মিটফোর্ড হত্যা মামলার ২জন আসামী রিমান্ডে মিরপুরে দোকান থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ

রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে ট্রাফিকের দ্বায়িত্বে শিক্ষার্থীরা

ফরিদপুর / ৬৬ সময়
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে ট্রাফিকের দ্বায়িত্বে শিক্ষার্থীরা । রোদ-বৃষ্টি উপেক্ষা করে চলছে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম। সাধারণ মানুষ যেন কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় ও শহরে যাতে যানজট সৃষ্টি না হয় সেটাই আমাদের লক্ষ্য।

’ -কথাগুলো বলছিলেন মো. সাইম নামে এক শিক্ষার্থী।

রোববার (১১ আগস্ট) সকালে ফরিদপুর শহরের মুজিব সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন এ শিক্ষার্থী।

তার মতো অনেক শিক্ষার্থী এই দায়িত্বটি যথাযথভাবে পালন করছেন। তাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন সংগঠন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপির সদস্যরা। তবে এদিন খালি মাথায় দায়িত্ব পালন করতে দেখা যায় কয়েকজনকে।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের কাজটা তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং কাজটা উপভোগ করছেন।

শিক্ষার্থীরা জানান, তারা প্রথমদিন থেকেই পথচারীদের এবং সর্বস্তরের জনগণের রাস্তায় চলাচলের জন্য কাজ করে আসছেন। এখন ট্রাফিক পুলিশ নেই তাই বলে তো আর সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হতে পারে না। আর তাই তারা এই গুরুত্বপূর্ণ কাজটি করে যাচ্ছেন।

এদিকে, সাধারণ জনগণও তাদের এই কাজে উৎসাহ জোগাচ্ছেন। কেউ তাদের জন্য সকালের খাবার ও পানির ব্যবস্থা করছেন। অন্যরা ব্যবস্থা করছেন দুপুরের খাবারের। প্রথম দুদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন তাদের খাবার দিলেও বর্তমানে গত ২-৩ দিন সাধারণ জনগণ তাদের মধ্যে খাদ্যসামগ্রী দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর