আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে -ইসলামী আইনজীবী পরিষদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র-জনতা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও সহমর্মিতা জানিয়ে বলেছেন, আগস্ট বিপস্নবে আহত হয়ে এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে অসহ্য যন্ত্রণা সহ্য করে কাতরাচ্ছেন।
আহতদের উন্নত চিকিৎসা জরম্নরি ভিত্তিতে করতে হবে। প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়ায় আসছে চিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণা ভোগ করছেন অনেকে। আমরা অবিলম্বে স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলে দিতে চাই, অবিলম্বে একটি টিম করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা অবহেলায় ভুগছে এমন রোগীদের খোঁজে বের করুন।
অনেক আহত যোদ্ধাদের ভুল চিকিৎসা দিয়ে তাদের জীবনকে পঙ্গু করে দিচ্ছে চিকিৎসক নামের আওয়ামী কসাই। যারা ভুল চিকিৎসার সাথে জড়িত তাদের তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অনেক আহত রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সঙ্কটে আছেন।
অনেকে চিকিৎসার বিল দিতে পারছেন না। আহত ও পঙ্গুবরণকারীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এদেশ তাদের চিকিৎসা সম্ভব না হলে বিদেশে দ্রুত পাঠিয়ে চিকিৎসা করতে হবে। অন্যথায় তাদের সাথে চরম গাদ্দারী করা হবে।
আজ বুধবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট হারম্নন অর রশিদ, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট শহিদুল হক তোতা, অ্যাডভোকেট শেখ আব্দুলস্নাহ্ নাছের, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট জি.এম. নজরম্নল ইসলাম, অ্যাডভোকেট বিলস্নাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট আনিছুর রহমান, এড. বাইজিদ হোসেন, অ্যাডভোকেট নিয়ামুল নাছির তালুকদার, এড. বরকত উলস্নাহ্ লতিফ, অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট মোঃ শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মোঃ মুবিনুল হক।