বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

কাশিমপুরে বিদ্যুৎ বিপর্যয় : শিল্প গ্রাহকদের জন্য বিদ্যুৎ বন্ধ থাকবে: আবাসিক গ্রাহক লাইন চালু থাকবে

রিপন মিয়া, আশুলিয়া / ৩৬ সময়
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

কাশিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানিয়েছেন, কড্ডা গ্রীডে অগ্নিকাণ্ডের কারণে কাশিমপুর এলাকার তিনটি ৩৩ কেভি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে চরম ভোগান্তি শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছে। তবে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে আবাসিক গ্রাহক ব্যতীত সকল শিল্প ও বাণিজ্যিক গ্রাহককে বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কড্ডা গ্রীডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো গ্রীডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই কাশিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর থেকেই সংশ্লিষ্ট ফিডারগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে, বর্তমানে শুধুমাত্র আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হচ্ছে।

 

স্থানীয় কয়েকজন গ্রাহক জানান, বিদ্যুৎ না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে এই বিদ্যুৎ বিপর্যয় মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। ব্যবসায়ী মহলেও হতাশা দেখা দিয়েছে, কারণ তারা জানেন না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, “এমতাবস্থায় আমরা কেবল আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহ চালু রাখার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। তবে, এর আগে তাদের অনুরোধ করা হচ্ছে, বিদ্যুৎ লাইন থেকে কোনোভাবে বিদ্যুৎ গ্রহন না করার জন্য।”

তিনি আরও জানান, “কোনো গ্রাহক বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করলে, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই সবার সহযোগিতা কামনা করছি।”
পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে, কাশিমপুরের শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর