বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

অলিম্পিয়াডে রাগবির কমিটির কোর্স মাহফিজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ১২৩ সময়
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

রাগবি অনেক দেশেই অত্যন্ত জনপ্রিয় খেলা।  বাংলাদেশে এই খেলার প্রচলন থাকলেও তেমন আলোচনায় আসেনি এখনো । শত প্রতিবন্ধকতা পেরিয়ে মাহফিজুল ইসলাম (কাঞ্চন)নিজেকে বিশেষ উচ্চতায় নিয়েছেন। একজন সফল কোচ হিসেবে বিশ্ব অঙ্গনে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন।এরই ধারাবাহিকতায়  মাহফিজুল ইসলাম বাংলাদেশ রাগবির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ৩ বছর কাজ করার পর ২০২২ সাল থেকে এশিয়া রাগবির উন্নয়ন পরামর্শক হিসেবে নিযুক্ত আছেন। এখন তিনি আইওসি কোচিং কোর্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশ অলিম্পিক এসোসিশেয়নের সলিডারিটি কমিটি এই বছর রাগবির মাহফিজুল ইসলামকে বেছে নিয়েছে। তিনি ১৫তম আন্তর্জাতিক কোচিং ইনরিচমেন্ট কর্মসূচীর দ্বিতীয় ও ‍তৃতীয় মডিউলের জন্য শনিবার যুক্তরাষ্ট্র যাবেন।

এই কোর্সের শেষ মডিউল হবে সুইজারল্যান্ডে আগামী বছর। তিনি প্রথম বাংলাদেশি লেভেল টু রাগবি কোচ ও প্রথম বাংলাদেশি ওয়ার্ল্ড রাগবি এডুকেটর।

রাগবি ফেডারেশনের নিজস্ব ভেন্যু নেই। ফেডারেশনের কার্যালয়ও খুব ছোট। এর মধ্যেই প্রায় প্রতি মাসেই নানা খেলাধূলা আয়োজন করে। শুধু প্রতিযোগিতামূলক খেলা নয় সামাজিক দায়বদ্ধতার জন্যও অনেক খেলা করে থাকে রাগবি। করোনকালীন সময় বেশ তৎপর থাকায় একটি ব্যাংক থেকে স্বীকৃতিও পেয়েছে সংগঠক।

========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর