কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় সেনা কর্মকর্তার প্রাণহানীতে খেলাফত মজলিসের উদ্বেগ
গতকাল দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময়ে দুর্বৃত্তের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের জন্য মহান আল্লাহ দরবারে মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, দেশের মানুষের নিরপাত্তার জন্য দায়িত্বপালনকালে তিনি জীবন উৎসর্গ করেন। তাঁর এই আত্মত্যাগকে জনগণ স্মরণে রাখবে।
সেনা কর্মকর্তা হত্যাকারী সকল দুর্বৃত্তকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা সহ যৌথ বাহিনীর এসব অভিযান আরো জোরদারের আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এই অভিযানে জনগণ প্রশাসনকের সর্বোচ্চ সহযোগীতা করবে
============