শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সংস্কার কমিশন

রিপোর্টার নাম: / ১০ সময়
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সংস্কার কমিশন। ছয় সংস্কার কমিশন কাজ শুরু করার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকারের উপদেষ্টা পরিষদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ছয় সংস্কার কমিশনের কাজ শুরু নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, কাল থেকে ছয় কমিশনের কাজ শুরুর কথা। কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছে।  রাজনৈতিক দলগুলো এখানে স্টেকহোল্ডার। তাদের সঙ্গে আলাপ হবে। অনেক কিছুতে তাদের মতামত চাওয়া হবে। এ আলোচনা দ্রুতই হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরই কমিশনগুলো (চূড়ান্তভাবে) কাজ শুরু করবে।  আওয়ামী লীগের সঙ্গে সংস্কার ইসুতে আলোচনা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি ঠিক করবে উপদেষ্টা পরিষদ।

ছাত্র-জনতার অভ্যত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকার এ পর্যন্ত দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর