বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

মহানবী (সাঃ) কটুক্তি করার প্রতিবাদে দিনাজপুরের সড়কে হাজার হাজার মুসল্লি

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি / ১৮ সময়
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Oplus_131072

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে রাজগিরি মহারাজ কতৃক কটুক্তি করায় এবং বিজেপির বিধায়ক নিকেশ রানের সমর্থন করা ও ইসলাম ধর্মের অবমাননা করায় তীব্র প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর শুক্রবার ১নং চেহেলগাজী ইউনিয়ন ও দিনাজপুরের ধর্মপ্রান সকল স্তরের মুসলমানদের আয়োজনে জুম্মা নামাজের পর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার মুসল্লি উপস্থিত হন।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফতে মজলিস দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম। বাংলাদেশ খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক জোবায়ের সাঈদ। গোপালগঞ্জ হাট বাজার কমিটির সভাপতি কামরুল ইসলাম কামাল প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এক শ্রেনির ইসলাম বিদ্বেষি নাস্তিকেরা কিছুদিন পর পর নবী রাসূল ও ইসলাম ধর্মকে নিয়ে অবজ্ঞা ও কটুক্তি করে। যারা এমন বিদ্বেষ ছড়ায় তাদের সাথে আমাদের কোন আপোষ নাই। আমাদের দেশে যারা সংখ্যালঘু ভাইরা আছে সেই ভাইদের প্রতি কোন প্রতিশোধ নেয়া যাবে না।

সামনে সনাতন ধর্মাম্বলিদের দূর্গা পূজা সেই পূজা অর্চনা যেন সুন্দর ভাবে করতে পারেন এই জন্য যত রকম সহযোগিতা লাগে আমরা তা করতে প্রস্তুত আছি। কিন্তু আমাদের এই আঘাত কে কেন্দ্র করে দূষ্কৃতিকারীরা আপনাদের মন্দিরের উপড় আক্রমন করে প্রতিমার উপড় আক্রমন করে আমাদের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আমাদের ধর্মীয় সম্প্রতি যেন নষ্ট করতে না পারে এই জন্য সকলকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সরকারকে জানাতে চাই আমাদের রাসূলের উপর আঘাত করার কারনে তাদের প্রতি যেন ঘৃনা এবং তাদের প্রতি প্রতিবাদ পেশ করে।যারা এই ধরনের বেয়াদবি করেছে তাদের যথপুযুক্ত শাস্তি নিশ্চিত করে আমাতের রক্ত ও অন্তরকে ঠান্ডা করে।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল বের করেন মুসল্লিরা। এতে প্রায় কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করে। মিছিলটি গোপালগঞ্জ বাজার থেকে শুরু হয়ে বটতলী ট্রাক টার্মিনাল হয়ে প্রতিবাদ সমাবেশে এসে শেষ হয়। এসময় দেশ ও জাতীর মঙ্গল কামনা ও ফিলিস্তানে নিহতের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

=======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর