শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

ভালুকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ভালুকা প্রতিনিধি / ১৯ সময়
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

১২ ই রবিউল আউয়াল সোমবার বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)।

৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেছিলেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল তরিকার পীর মাশায়েখ ও আহলে বায়াত এবং পাক পাঞ্জাতনের অনুসারী ও ভক্তবৃন্দের উদ্যোগে র‍্যালীও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর  সকালে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বটটিলা মাজার প্রাঙ্গন হতে র‍্যালী বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজারে গিয়ে শেষ হয়।

এ সময়  মনিরুল ইসলাম (মনির মেম্বার) আশেকে রাসুল এর সভাপতিত্বে আলোচনা করেন  সৈয়দ মজিবুর রহমান চিশতী , বাংলাদেশ তরিকত ফেডারেশন ভালুকা শাখার সভাপতি অ্যাডভোকেট শাহ্ মোঃ কায়কোবাদ হোসেন মাইজভান্ডারী, ইমন আহমেদ জর্জ (দয়াল), মনির শাহ চিশতি, ফয়সাল বিন হাফিজ, শফিকুল আলম, সাইফুল ইসলাম ভান্ডারি সহ ভালুকার পীর মাশায়েখ ভক্ত বৃন্দ।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর