দক্ষিণখানে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানের সড়ক অতি দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১১ অক্টোবর, শুক্রবার সকাল ১০টার দিকে এ মানববন্ধনে এলাকার কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। এসময় বক্তব্যের মাধ্যমে চলমান সড়ক সংস্কারে ভোগান্তি দূর করে অতি দ্রুত সংস্কার শেষ করে মানুষের চলাচলের উপযোগী করে দেয়াসহ অন্যথায় বিকল্প সড়ক গুলি চলচলের উপযোগী করে দেয়ার দাবি জানান।
দির্ঘ একবছর ধরে সড়কের ড্রেনেজ ব্যবস্থা উন্নিত করার কাজে সড়ক কেটে ড্রেন বসানোর পরও ফেলে রাখা হয়েছে সড়ক গুলি যে কারনে বিপাকে পড়েছে সাধারন মানুষ।
বিকল্প সড়ক গুলোর অবস্থা বেহাল দশা হওয়ায়। স্কুল কলেজ ও অফিস গামীদের দূর্ভোগের যেন শেষ নেই । সামান্য বৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়তে হয় যাতায়াতকারীদের।
অসুস্থ রোগীদের চিকিৎসা জন্য হাসপাতালে নেয়ার জন্য কোন ব্যবস্থা না থাকায় কয়েকজন রুগী মারা গেছেন এমন অভিযোগও করেন তারা ।
মানববন্ধনে নাহিদ নামের একজন জানান, সড়ক দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। আমার বাবা অসুস্থ্য হলে চিকিৎসার জন্য উত্তরায় নেয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। ইয়াসিন নামের একজন বলেন, আমাদের দক্ষিণখান ও উত্তরখানের সড়কের বিষয়টি কেউ গুরুত্ব দিচ্ছেনা। পদ্মা সেতুর মত এত বড় একটা ব্রীজ হয়ে গেল অল্প সময়ের মধ্যে অথচ দক্ষিণখানের সড়ক গুলো দির্ঘদিন ধরে এভাবে ফেলে রাখা হয়েছে। একজন প্রসূতিকে হাসপাতালে নেয়ার সময় রাস্তায় তার গর্ভপাতের ঘটনা ঘটেছে।কিন্তু কেন এমন ঘটনা আমাদের দেখতে হবে।
এসময় বক্তারা অতি দ্রুত সড়ক সংস্কার শেষ না হলে উত্তরায় মানববন্ধনের কথা জানান।