শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

প্রাথমিকে নিয়োগ পরিক্ষার চুড়ান্ত ফল প্রকাশের দাবিতে অন্দোলন

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ সময়
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

আমিনুল ইসলাম: প্রাথমিকে তৃতীয় ধাপের পরিক্ষার চুড়ান্ত ফল প্রকাশের দাবিতে গণ অন্দোলন করেছে অপেক্ষমান কয়েক  হাজার প্রার্থী।

মোঙ্গলবার ঢাকার শাহাবাগে সহকারী শিক্ষক নিয়োগের পরিক্ষার চুড়ান্ত ফল প্রকাশের এক দফা দাবিতে এ মানবন্ধন করেন তারা। পরবর্তীতে মিরপুর শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে আবার আন্দোলনে যোগ দেয় তারা।

প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ পক্রিয়া শেষ হলেও তৃতীয় ধাপের ফল প্রকাশিত হয়নি। শাহাবাগে আন্দোলনের চিত্র।

চলতি বছরের ২৯ মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ)-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পরে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ৫মাস অতিবাহিত হলেও এখনও ফল প্রকাশিত হয়নি। যে কারণে হতাশা প্রকাশ করছেন এই অপেক্ষমান প্রার্থীরা।

প্রথম ধাপের ফল ২৬ দিন এবং দ্বিতীয় ধাপের ফল ১৮ দিনে প্রকাশ হলেও তৃতীয় ধাপের ফল প্রকাশে দির্ঘ সময় লাগার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সবাই।

গেল সরকারের আমলে পরিক্ষা অনুষ্ঠিত হলেও চুড়ান্ত পর্যায়ে ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী।

অনেকের চাকরির বয়স শেষ হওয়ায় পরবর্তিতে নতুন করে পরিক্ষায় অংশ গ্রহনের সুযোগ হারাচ্ছেন যে কারনে তারা রীতিমত চিন্তিত হয়ে পড়েছেন।

বর্তমান অন্তবর্তীকালীন সরকার চুড়ান্ত পর্যায়ের কাঙ্খিত ফল প্রকাশের

মাধ্যমে প্রার্থীদের হতাশা দূর করবেন সেই প্রত্যাশায় ‍দিন গুনছেন সবাই।

শিক্ষক নিয়োগ শাখার সহকারী পরিচালক আব্দুল মকিত জানান, মন্ত্রণালয়ের স্বিদ্ধান্তের ব্যাপার। উনারা যখন দিবে তখন পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর