দেশে ফিরলেন এম এ মালিক! বিমানবন্দরে হাজার নেতাকর্মির শুভেচ্ছা
দেশে ফিরলেন এম এ মালিক । বিমানবন্দরে শুভেচ্ছা জানালেন কয়েক হাজার নেতাকর্মি। দির্ঘ ১৯ বছর পর দেশে ফিরলেন লন্ডন বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক।
১৩ অক্টোবর, রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কয়েক হাজার নেতাকর্মী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে নয়াপল্টন কার্যালয়ে যান।
দীর্ঘদিন পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, আমি খুব ইমোশনাল হয়েছি। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল দেশের মাটিতে যেন তাকে কবর দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা সরকারের বাধায় মায়ের মরদেহ দেশে আনতে পারিনি। এমনকি আমার বাবা ও ছোট ভাইয়ের মরদেহও দেশে আনতে পারিনি। শেখ হাসিনা সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৮ বছর পর আমি পাসপোর্ট ফিরে পেয়ে, এখন দেশে ফিরছি আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করে আমি খুব খুশি।
বিমানবন্দর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ আহমেদ খান জানান, ১১ অক্টোবর যুক্তরাজ্যে থেকে রওনা হন এম এ মালিক। ১২ অক্টোবর সৌদি আরবে পৌঁছে পবিত্র ওমরাহ হজ পালন করেন। সেখান থেকে আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। নিজস্ব সূত্রে জানান এমএ মালিক ঢাকায় চারদিন অবস্থান করে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ১৭ অক্টোবর তিনি নিজের জন্মস্থান সিলেটে যাবেন। সেখানে দুই সপ্তাহ থাকবেন।
===========