শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

সাবেক ভূয়া অধ্যক্ষ শাহিনুর মিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ সময়
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের সাবেক ভূয়া অধ্যক্ষ শাহিনুর মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম যুগান্তরকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলার আসামি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর রহমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়ার বিরুদ্ধে গত ১৮ জুলাই এক ছাত্রকে হত্যার অভিযোগ রয়েছে। উত্তরা পূর্ব থানায় গত ৩ সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয়েছে।’

শাহিনুর মিয়ার বিরুদ্ধে এর আগেও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের কয়েক কোটি অর্থ আত্মসাত, অবৈধভাবে নিজে ও অন্যান্য শিক্ষকদের নিয়োগ দেয়াসহ নানা অভিযোগে অভিযুক্ত রয়েছেন শাহিনুর মিয়া। এছাড়াও স্থানীয় সাবেক এমপির মদদে নানা ধরনের অপকর্ম করে থাকতো বলেও অভিযোগ রয়েছে। যে কারনে অধিদপ্তর তাকে বরখাস্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর