শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে-সেলিম ভূইয়া

নিজস্ব প্রতিবেদক / ৫৩ সময়
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষক কর্মচারীদের জন্য কিছুই করেনি।

তিনি বলেন, আজকে বেসরকারি শিক্ষক কর্মচারীরা যতটুকু সুবিধা ভোগ করছেন তা দেশনেত্রী খালেদা জিয়ারই অবদান।

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে এমন প্রতিশ্রুতি আমাদের নেত্রী দিয়েছেন।

তিনি রোববার (২৭ অক্টোবর) বিকেলে জেলা সদরের সোনারায় সংগলশী ডিগ্রি কলেজ মাঠে নীলফামারী শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রধান আলোচক হিসেবে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন এবং বিশেষ আলোচক হিসেবে মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল ইসলাম ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক মাজেদি বক্তব্য দেন।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ড. সৈয়দ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহিন আকতার বক্তব্য দেন।

জেলা সদর ছাড়াও ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার শিক্ষকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর