বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

আহত ৭ জনকে চিকিৎসা দেবে তুরষ্ক

নিজস্ব প্রতিবেদক / ৪৩ সময়
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র আন্দোলনে আহত সাত বাংলাদেশিকে চিকিৎসা দেবে তুরস্ক।

 

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পরে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূত মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ।

উল্লেখ্য, ২৭ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের টেলিফোন সংলাপকালে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

এরপ্রেক্ষিতে তুরস্কের একটি প্রতিনিধিদল ১৩-১৫ অক্টোবর বাংলাদেশ সফর করেন। এ সময় নির্বাচন ব্যবস্থা, আর্থিকখাতসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তুর্কি প্রতিনিধিদলের সাথে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর