বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

দিনাজপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা প্রদর্শনী মেলা হয়েছে

রিপোর্টার নাম: / ৫৬ সময়
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে দিনাজপুর ইন্সিটিটিউট চত্বরে ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং(এফএমপিই) বিভাগের আয়োজনে সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা(এফএমডিপি)’ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কৃষকদের সুযোগ সুবিধা ও আর্থিক লাভের বিভিন্ন বিষয় তুলে ধরেন উপস্থিত বক্তারা।  রাজবাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মুহম্মদ শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইন্সিটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো.আব্দুল ওয়াদুদ মণ্ডল ।

 

এছাড়াও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চিফ ইন্সট্রাক্টর মো. সাদেকুল ইসলাম এবং মেহেদী হাসান, কৃষি প্রকৌশলী ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ,এফএমপিই বিভাগের বিভাগীয় প্রধান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারির গাজিপুর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক এফএমডি ড.মো. নুরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএমপিই বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাকিব হাসান।

============


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর