বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

ভেজাল শিশু খাদ্য তৈরী করায় দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৪০ সময়
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সাভারে একটি ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানা অনিয়মের দায়ে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বন্ধ হওয়া আলোচিত হলমার্ক প্রতিষ্ঠানের ভেতরে ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, দেশব্যাপী একযোগে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিল। এখানে নয় ধরনের শিশু খাদ্য তৈরি করা হচ্ছিল। যেগুলোতে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে।

যদিও তাদের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই, লাইসেন্সবিহীনভাবে তারা এগুলো উৎপাদন ও বাজারজাত করছেন। প্রডাক্টের গায়ে যে লেবেলগুলো ব্যবহার করা হয়েছে, একেকটি প্রডাক্টটে একেকটা ঠিকানা ব্যবহার করা হয়েছে। কোথাও আশুলিয়ার কথা বলা হয়েছে, কোথাও বিসিক শিল্প নগরী, ঢাকার কথা বলা হয়েছে, কোথাও জনতা হাউজিংয়ের কথা বলা হয়েছে।

কিন্তু বাস্তব যে স্থানে কারখানাটি অবস্থিত, ভুল করেও তারা সেই ঠিকানা কিংবা আসল ঠিকানা ব্যবহার করেনি। আইনানুযায়ী ফুড প্রডাক্টে একজন ক্যামিস্ট থাকার কথা ছিল। কিন্তু এখানে কোনো ক্যামিস্ট নেই। কিন্তু এখানে একজন ম্যানেজার রয়েছেন তিনি এসএসসি পাসও না। তিনিই সবকিছু পরিচালনা করেন। উনি যেহেতু নিজেই স্বীকার করছেন তিনি এসএসসি পাসও না, সেহেতু তিনি তো ক্যামিস্ট না।

একই সাথে এখানে কোনো ল্যাবরেটরি পাওয়া যায়নি। সম্পূণ অবৈধ প্রক্রিয়ায় এই শিশু খাদ্য তৈরি করা হচ্ছিল। ফলে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে বিএসটিআইয়ের লাইসেন্সসহ অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে, সেগুলো নিশ্চিত না করা পর্যন্ত জনস্বার্থে এই প্রতিষ্ঠানের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সাভার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর