বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

জয়ী ঘোষণা করলেন নিজেকে

আন্তর্জাতিক / ৫৫ সময়
আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি হতে যাচ্ছে আমেরিকার স্বর্ণযুগ। খবর বিবিসির।

মঙ্গলবার ভোট শেষে গণনার সময়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি ভাষণমঞ্চে হাজির হয়ে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, আমেরিকান নাগরিকদের জন্য এটি বিশাল এক জয়। এ জয় আমাদের আমেরিকাকে আবারো মহান করতে দেবে।

আনুষ্ঠানিকভাবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে না পারলেও ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করলেন।

ভাষণমঞ্চে ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্প, রানিংমেট জেডি ভ্যান্সসহ প্রচারকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রাম্প তার জয়কে রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেন। উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান তাকে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য।

এ সময় উপস্থিত সমর্থকরা ইউএসএ, ইউএসএ, ইউএসএ বলে স্লোগান দিচ্ছিলেন।

ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে সুস্থ ও শক্তিশালী করে তুলতে সাহায্য করতে যাচ্ছি।

ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি সীমান্ত সমস্যার সমাধান করবেন। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, তিনি ও তার দল একটি বিশেষ উদ্দেশ্যে ইতিহাস সৃষ্টি করেছেন।

এ ভাষণকে স্পষ্টভাবে রিপাবলিকান প্রার্থীর বিজয় ভাষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। কমলা পেয়েছেন ২১৯টি। জেতার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন হয়।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর