বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪১ সময়
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ পূর্বাচল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০টার দিকে আগলা এলাকার ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়

তিনি আরও জানান, রাতের যেকোন সময়ে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে নিরাপদ স্থান মনে করে ধানক্ষেতে তার মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ পরিচয় শনাক্ত করতে পিবিআইকে তলব করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর