বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

ইসকন নিধিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ২৩ সময়
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তবে অল্পক্ষণ অবস্থানের পর সড়ক ছেড়ে দেন তারা।

এর আগে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডসহ ইসকন সংঘটিত সব অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে।

শিক্ষার্থীরা বলেন সাম্প্রদায়িক উসকানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইসকন আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কথা বলছি না। আমরা উগ্রবাদী সংগঠন ইসকনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে দাঁড়িয়েছি। হিন্দু ভাই-বোনদেরও তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

শিক্ষার্থী সাকিব বলেন, বর্তমানে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ধর্ম অবমাননা করে চলেছেন ইসকন সদস্যরা। এই উগ্রবাদী সংগঠন নিষিদ্ধ করা না হলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে। আমরা অসাম্প্রদায়িক জাতি। এ ধারা বজায় রাখতে হলে ইসকনকে নিষিদ্ধ করা জরুরি।

বিক্ষোভ মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর