বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

উইলিয়ামসকে তিরস্কার ও শাস্তি দিল আইসিসি

নিজস্ব প্রতিবেদক / ৪৪ সময়
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
উইলিয়াম্সকে তিরষ্কার ও শাস্তি দিল আইসিসি

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় উইলিয়ামসকে তিরস্কার ও শাস্তি দিল আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস। এই জন্য শাস্তি পেতে হচ্ছে তাকে।

গতকাল এক বিবৃতিতে আইসিসি উইলিয়ামসকে তিরস্কারের পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি জানায়

জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে এই ঘটনাটি ঘটে। সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তখন জিম্বাবুয়ে অলরাউন্ডার বল ব্যাটে লেগেছে দাবি করে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। আম্পায়ারের সিদ্ধান্তে এমন অসন্তোষ প্রকাশ করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়।

অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর