বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

বাণিজ্য বাড়বে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সমন্বয়ে

নিজস্ব প্রতিবেদক / ২১ সময়
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
বাণিজ্য বাড়বে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সমন্বয়ে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় তৃতীয় সভায় এসব বিষয় নিয়ে আলোচিত হয়েছে।

বাণিজ্য বাড়বে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সমন্বয়ে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় তৃতীয় সভায় এসব বিষয় নিয়ে আলোচিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) আয়োজিত সভায় ট্রেডপলিসি, কৃষি, শিক্ষা, বিনিয়োগ, পোশাকশিল্প, জ্বালানি ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যথাক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরের প্রথম সহকারী সচিব সারা স্টোরি। এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক ডেপুটি সেক্রেটারি জর্জ মিনা।

আগামী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত এ সময় পুনর্ব্যক্ত করেন ডেপুটি সেক্রেটারি জর্জ মিনা।

বৈঠকে বাংলাদেশের তথ্য প্রযুক্তিখাতে অস্ট্রেলিয়াকে বিনিয়োগের আহ্বান জানানো হয়।
বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল আমদানির ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব পোষণ করেন। এ সময় কৃষিক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। বাংলাদেশের পোশাকশিল্পে অস্ট্রেলিয়ার উল ও কটন ব্যবহারের ওপর অস্ট্রেলিয়া সরকার আগ্রহী।

এছাড়া কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়ে এ সময় আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ বাংলাদেশের পররাষ্ট্র, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন। এছাড়া ভার্চ্যুয়ালি বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংযুক্ত ছিলেন।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা আগামী বছর একই সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর