বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

নরসিংদী থেকে ইসকনের আস্তানা গুটিয়ে নেয়ার আল্টিমেটাম

নরসিংদী / ১১ সময়
আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
নরসিংদী সদরের হাড়িধোয়া নদীর ওপর গড়ে তোলা ইসকনের আস্তানা ২৪ ঘণ্টার মধ্য গুটিয়ে নেওয়ার আল্টিমেটাম মুসল্লিদের

নরসিংদী সদরের হাড়িধোয়া নদীর ওপর গড়ে তোলা ইসকনের আস্তানা ২৪ ঘণ্টার মধ্য গুটিয়ে নেওয়ার আল্টিমেটাম মুসল্লিদের। ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের মুসল্লিরা এ আল্টিমেটাম দেন।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ-মাদরাসা থেকে মুসল্লি, ছাত্র ও জনতা নরসিংদী পৌরসভা মোড়ে এসে সমবেত হন। সেখান থেকে বিভিন্ন স্লোগানে হাজারো জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন মসজিদের সামনে এসে জড়ো হন। সেখানে এক সভায় বক্তারা চট্রগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন।

এ সময় বিক্ষোভ মিছিলে ‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে  তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে।

বক্তারা আরো বলেন, ইসকন সন্ত্রাসী,  এদের অন্য কোনো পরিচয় নয়। এরা দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এরা জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা টানিয়ে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। সরকারের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান এদের বিচার করতে হবে ও দেশ থেকে বিতাড়িত করতে হবে। পাশাপাশি নরসিংদী শহরের হাড়িধোয়া নদীর ওপর গড়ে তোলা ইসকনের আস্তানা উচ্ছেদের জন্য নরসিংদী জেলা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন মুসল্লিরা। তাদের এ দাবি বাস্তবায়ন না হলে জেলার তৌহিদি জনতা এর কঠোর জবাব দেবে।

এ সময় নরসিংদী জেলা কওমী মাদরাসা পরিষদের সভাপতি হযরত মাওলানা হাফেজ শওকত হোসেন সরকার, নরসিংদী জেলা ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি আলী আহমেদ হোসেনসহ জেলার ইমাম, ওলামা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর