মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা বয়েজ এন্ড গালর্স কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৩৮ সময়
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

ঢাকা বয়েজ এন্ড গালর্স কলেজের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার কলেজের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বয়েজ এন্ড গালর্স কলেজের সভাপতি এডভোকেট এ কে শিকদার আজাদ।

 

বক্তব্যে এডভোকেট এ কে শিকদার আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মুক্তিকামী জনতার আন্দোলন সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর কারণেই এ দেশ স্বাধীন হয়েছে।

আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি, বঙ্গবন্ধু অক্ষয় ও চির অমর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সুখী-সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করতে সকলের কাছে উদাত্ত আহবান জানান।

 

আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ, ২ লাখ মা বোন, বীর মুক্তিযোদ্ধা এবং ৭৫ এর ১৫ই আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর