নড়াইলে ১২টি মামলার আসামী গ্রেফতার
নড়াইল: নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অভিযান চালিয়ে ১২টি মামলার আসামী তরিকুল ইসলাম নাহিদকে (৫০) গ্রেফতার করেছে।
বুধবার (২৭ মার্চ) ভোর রাতে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার (২৭ মার্চ) ভোর রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক এস আই ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা উত্তরা এলাকা হতে তরিকুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তরিকুল ইসলাম এনআই অ্যাক্টের ৪ মামলায় ২৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২২ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত এবং এনআই অ্যাক্টের ৭টি ও যৌতুক নিরোধ আইনে ১টিসহ মোট ১২টি মামলার গ্রেফতারি পরোওনাভুক্ত আসামী।
নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইউনিটের ইনচার্জ মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন,১২টি মামলার আসামী তরিকুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে ।#