মোহামেডানের বিপক্ষে জয়ী বসুন্ধরা কিংস
শক্তিশালী প্রতিপক্ষ মোহামেডানের বিপক্ষে জয়ী হয়ে আরও একবার প্রমাণ করল গত মৌসুমের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংস।
পিছিয়ে পড়েও কোচ ভালেরিউ তিতার শিষ্যরা লিখলো দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প। সেই গল্পের শেষে শিরোপা জিতে মৌসুম শুরু করল তারা।
আজ (শুক্রবার) ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হলো ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ দিয়ে। গত মৌসুমের দুই সেরা দল বসুন্ধরা কিংস এবং মোহামেডান নামলো সেই লড়াইয়ে। যেখানে সুলেমান দিয়াবাতের গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়া কিংস শেষ পর্যন্ত জয় পেয়েছে ৩-১ গোলে।
ঘরোয়া ফুটবলে নতুন আকর্ষণ চ্যালেঞ্জ কাপ। ইউরোপীয় ফুটবলের আদলে বাংলাদেশে এমন টুর্নামেন্ট প্রথমবারের মতো যাত্রা শুরু করলো। জুলাই-আগস্ট বিপ্লবে অনেক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ২.০ নামকরণ হয়েছে। ম্যাচটির আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় শহীদ সাঈদ-মুগ্ধর গ্রাফিতি আঁকা হয়েছে। স্টেডিয়ামকে সাজানো হয়েছে বিপ্লবের স্মৃতি জড়িয়ে। সেই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে কিংস। এই টুর্নামেন্টের প্রাইজমানি এবং টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জুলাই ফাউন্ডেশনে।
গত মৌসুমে বসুন্ধরা কিংসের প্রধান প্রতিপক্ষের ভূমিকায় ছিল মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সব প্রতিযোগিতায়ই বসুন্ধরাকে চ্যালেঞ্জ জানিয়েছিল কোচ আলফাজের শিষ্যরা। সব প্রতিযোগিতায়ই বসুন্ধরার কাছে শিরোপা খুইয়েছিল সাদা কালোরা।