শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে গুরুতর আহত ব্যবসায়ী
গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টের প্রতিষ্ঠান বারিদা সুজ কারখানা কর্তৃপক্ষের কবল থেকে পৈত্রিক সম্পত্তি বাঁচাতে গিয়ে রক্তাক্ত হলেন নার্সারি ব্যবসায়ী
দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার রাজাবাড়ি মালিপাড়া গ্রামের পাবুর রাস্তা সংলগ্ন এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন ওই গ্রামের মোতালিব হোসেন সন্তান। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় মোতালিব হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগে অভিযুক্তরা হলেন, রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের আফু মৃধার সন্তান ও উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, স্থানীয় নির্মাণাধীন কারখানা বারিদা সুজ এর
ম্যানেজার নাজমুল, একই ইউনিয়নের মালিপাড়া গ্রামের আদম আলীর সন্তান কামরুজ্জামান বাবুল, রাজাবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের সন্তান মামুন, জয়নারায়ণপুর গ্রামের নুরু মাষ্টারের মাসুম, একই ইউনিয়নের দিরাইমাটি গ্রামের বাবু, বারিদা সুজের সিকিউরিটি ইনচার্জ রাহিদুল ইসলাম, একই কারখানার নাছির ও ফরহাদ মোল্লাসহ অচেনা ২০-২৫ জন।
অভিযোগসূত্রে জানা যায়, সারাহ রিসোর্টের একটি প্রতিষ্ঠান ‘বারিদা সুজ’ কর্তৃপক্ষ ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ২৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি বালু ভরাটের মাধ্যমে জোরপূর্বক দখল
করে।
এ সময় দেলোয়ার হোসেনসহ তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাকে ব্যাপকভাবে মারপিট করে রক্তাক্ত করে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী জনৈক রাসেল জানিয়েছেন, আমার চোখের সামনে জবরদখলে বাধা দিতে গেলে দেলোয়ারকে মারপিট করে কারখানার লোকজন। এতে সে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে রক্তাক্ত হয়। এরকম জঘন্য ঘটনার বিচার হওয়া প্রয়োজন।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন বলেন, আমি যতটুকু জানি, ঘটনাটি বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে। আমি ঘটনাস্থলে ছিলাম না।
সেখানে আমার কোনো লোকজনও ছিলনা, তাই আমি মারধরের বিষয়ে অবগত নই।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ আকবর আলী খান বলেন, ‘আমি ছুটিতে থাকায় ঘটনাটি সম্পর্কে অবগত নই, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহরে আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হবে।
========