বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

ভালুকায় প্রাইভেটকারে ধর্ষণের ঘটনায় গ্রেফতার একজন

ভালুকা প্রতিনিধি / ১৯২ সময়
আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকারের ভিতরে ধর্ষণের ঘটনায় আশরাফ উল্লাহ খান তামজিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন তামজিদ তার ব্যাক্তিগত একটি প্রাইভেটকারে ভুক্তভোগী ওই নারীকে নিয়ে ঘুরতে যায়।একপর্যায়ে প্রাইভেটকারটি নির্জন এলাকায় থামিয়ে তামজিদ ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক তামজিদকে গ্রেফতার করে।

তামজিদ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেলের ছেলে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য অভিযুক্ত তামজিদের পিতা আহসান উল্লাহ খান রুবেল গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর