মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

নরসিংদী জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: মোবারক হোসেন / ২৮১ সময়
আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ নরসিংদীর আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ইং এপ্রিল ২০২৪ মঙ্গলবার নরসিংদী পুলিশ সুপারের কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(পিপিএম)। পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে গুরুত্ত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

উক্ত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এ. এম. ফজল-ই- খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার, পুলিশ লাইন্স তোয়াহা ইয়াসীনসহ জেলার অন্যান্য অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর