শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত! আহত-২

মুন্সীগঞ্জ প্রতিনিধি / ১০৪ সময়
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন গোবিন্দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সুমন মিয়া(২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। এদের মধ্যে একজনকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার(২৯ এপ্রিল)দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মরহুম মহিউদ্দিনের ছেলে ঢাকার হোটেল ব্যবসায়ী জিতুর দালালের নতুন ভবন নির্মাণের জন্য সয়েলটেস্টের কাজ করছিলেন শ্রমিকরা।

স্থানীয়রা আরোও জানান, মজিদ দালালের ছেলে কন্ট্রাক্টর আল আমিন দালাল এবং ইঞ্জিনিয়ারের অসাবধানতার কারনেই এ দুর্ঘটনা ঘটেছে।এসময় কাজে নিয়োজিত বাবা-ছেলে দুজনই বিদুতের তারে জড়িয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত সামিনুলকে (৪০) ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

অন্য দিকে ফজলুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল প্রধান জানান, বিদ্যুৎস্পৃষ্টে সুমন নামের একজনের মৃত্যু
হয়েছে।

আহত একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কোন মামলা হয়েছে কিনা জানতে হাতিমারা ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ কে এ রিপোর্ট আপলোড দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কল করা হলেও ফোন রিসিভ করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর