বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
র‌্যাবের গাড়ি থেকে আওয়ামী নেতাকে ছিনিয়ে নিলো পিস্তল বাপ্পি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে – খেলাফত মজলিস দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা দখলমুক্ত হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটা ৩৪জেলায় নতুন জেলা প্রশাসক অন্তর্বর্তী সরকার  এএসপি আব্দুল্লাহিল কাফী সাময়িক বরখাস্ত শিক্ষা প্রশাসনে কর্মকর্তাদের রদবদল গোপালগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজদের বিচারের দাবিতে মানববন্ধন পুলিশ কমিশনার সাথে সিএমইউজে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশুকে হাসপাতালে রেখে পালিয়েছে মা

পটুয়াখালী প্রতিনিধি / ১০০ সময়
আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী একটি হাসপাতালে নবজাতক শিশুকে রেখে মা ও স্বজনদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

পটুয়াবালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোজাম্মেল হকের মেয়ে সানজিদা আক্তার পপির নবজাতক শিশুকে হাসপাতালে রেখে, পরিবারের সদস্যদের সাথে পালিয়ে আসার অভিযোগ।

জানা যায়, একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারের সাথে সানজিদা আক্তার পপির সাথে ১১ মাস আগে বিয়ে হয় ৮ মাসের অন্তঃসত্ত্বা এই নারী তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের যের ধরে তার বাচ্চাটিকে মেরে ফেলার উদ্দেশ্যে বিভিন্ন ইনজেকশন দেয়, পরবর্তীতে অনুপায় হয়ে পড়লে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, রোগীর অবস্থা খারাপ হাওয়ায় ১৫ এপ্রিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ভর্তি করা হয় তাকে।

ভর্তির পরের দিন মঙ্গলবার একটি কন্যা সন্তান হওয়ার পর নবজাতক শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আইসিইউতে ভর্তি করে, শিশুটির মা ও নানা, নানী সহ হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে যায়।

শিশুটির ফুপু জানান, আমি এই খবর শুনে হাসপাতালে আসলে কাউকে খুজে না পেয়ে পটুয়াখালী সদর থানায় যাই। তিনি আরো বলেন আমার ভাইকে ফাঁসাতে এই ঘটনা ঘটিয়েছে।

নবজাতকের বাবা আল আমিন হাওলাদার বলেন, আমি চাকরির কারণে দূরে থাকি, আমার শশুর বাড়ির সাথে বনিবনা না থাকায় আমাকে ফাঁসাতে আমার শ্বশুর, শাশুড়ি ও বউ এমনটি করছে। আমার বাচ্চাকে মেরে ফেলে আমাকে মামলার ফাসাতে চেয়েছিলো।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জাসিম বলেন, এ বিষয়ে এখনো আমরা কোন তথ্য পাইনি।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর