শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

শ্রীনগর আওয়ামীলীগ সভাপতি কর্তৃক ইউনিয়ন সভাপতিকে হুমকি’র প্রতিবাদ সভা 

রিপোর্টার নাম: / ৫৫ সময়
আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ২৯ মে শ্রীনগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিসহ একাধিক নেতাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কর্তৃক হুমকি’র প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করেন কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।

শুক্রবার বিকেল ৫টায় উপজেলার কুকুটিয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের পাশে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়।এ সময় প্রতিবাদ সভায়, উপস্থিত থেকে প্রতিবাদ জানান, উপজেলা আঃলীগের সাবেক সিনিঃ সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহম্মেদ ভুইয়া,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার মামুন,কুকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, যুবলীগের সাবেক সাঃ সম্পাদক হাবিবুর রহমান উজ্জল, ইমপেরিয়াল কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন মৃর্ধা, শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ।

কুকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাসহ স্হানীয় কয়েক শতাধিক লোক প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন। ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব ও আঃলীগ নেতা মিজান জানান, গতকাল  ৯ মে রাত সাড়ে ৯টার দিকে কুকুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ঢাকা থেকে নিজ বাড়িতে আসার উদ্দেশ্য রওয়ানা হয়ে বাস থেকে বেজগাঁও বাসস্ট্যান্ডের থামার পর পরই কুকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক আক্তার হোসেন মিন্টু ধরে উপজেলা যুবলীগ নেতা সোহেল রাজের দোকানে নিয়ে যায়,সেখানে বসে থাকা শ্রীনগর উপজেলা আঃলীগের সভাপতি, হাজী মোঃ তোফাজ্জল হোসেন রাকিব কে বলেন,উপজেলা সাঃ সম্পাদক মসিউর রহমান মামুনের বিপক্ষে চেয়ারম্যান পদ প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত এর পক্ষে  নির্বাচন করতে হবে, না করলে ভয়াবহ পরিনতি হবে বলে হুমকি প্রদান  করেন।

এসময় কুকুটিয়া ইউনিয়ন আঃলীগের সাঃ সম্পাদক আক্তার হোসেন মিন্টু’র মোবাইল ফোন ব্যবহার করে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিজানকে ফোনে হুমকি দিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি  বলেন, রেজাকে সভাপতি বানাইছি আমি, কিসমতের নির্বাচন করতে হবে অন্যথায় এলাকায় টিকে থাকতে পারবে না।

হুমকি প্রদর্শনের ব্যাপারে কুকুটিয়া ইউনিয়ন আঃলীগের সাঃ সম্পাদক আক্তার হোসেন মিন্টু বলেন, আমি রাকিবকে ধরে নেই নাই। আর সভাপতি তোফাজ্জল দা ওখানেই বসা ছিল। ওখানে রাকিবের সাথে কি হয়েছে আমি শুনি নাই।

এ ব্যাপারে উপজেলা আঃলীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন বলেন,আমি রেজাকে সভাপতি বানাইছি, মামলা থেকে বাচাইছি। এজন্য তাকে শাসন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর