শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে পলালেন ৭ মাসের অন্তঃসত্তা স্ত্রী

মো:মোবারক হোসেন নাদীম / ৭৯ সময়
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

পরকীয়া জেরে প্রথম স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে পলালেন সাত মাসের অন্তসত্ত্বা স্ত্রী।

১৫ মে বুধবার এ ঘটনাটি ঘটে। নরসিংদীর বেলাব উপজেলা আমলাবো ইউনিয়নের আয়কর অফিসে কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে।ময়মসিংহ ভালুকা থানাাধীন পাড়াগাঁ চটানপাড়া থেকে মোসাঃ শারমিন খানম (২৭) এক নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পরকীয়া জেরে ঘর ছেড়ে চলে আসেন।

শারমিন আয়কর অফিসের কর্মকর্তা হুমায়ুন করীরের হাত ধরে পাড়ি দিয়েছেন নরসিংদীর বেলাব উপজেলা আমলাবো ইউনিয়নে।

ঘটনা সুত্রে গিয়ে জানা যায় ময়মসিংহ ভালুকা থানাধীন পাড়াগাঁ চটানপাড়া মোঃ আরিফ হাসানের স্ত্রী মোসাঃ শারমিন খানম, দীর্ঘ দিন প্রেমের অবসান ঘটিয়ে ভালবেসে বিয়ে করেন মোঃ আরিফ হাসানকে।দীর্ঘ ১২ বছর ঘরসংসার করার পর শারমিন খানম অন্তঃসত্ত্বা হয়।

শারমিন খানমের সুন্দর সুখের সংসার ছিল। এর ভিতর গোপনে মোবাইল ফোন পরকীয়া জড়ান মোসাঃ শারমিন খানম( ২৭) বেলাব উপজেলা আমলাবো ইউনিয়নের আয়কর অফিসে কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সাথে।

সরজমিনে হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে এই বিষয় জানতে চাইলে কথা বলতে অস্বীকার জানান তিনি। বর্তমানে হুমায়ুন কবিরের সাথে ঘরসংসার করেছেন এই নারী।

আগের স্বামীকে তালাক না দিয়ে একই সাথে দুজনকেই স্বামী হিসাবে রেখেছেন শারমিন খানম। চাকুরী ও অর্থের লোভে হুমায়ুনের সাথে সম্পর্কে জড়ান মোসাঃ শারমিন খানম। মোঃ আরিফ হাসানের সাথে যোগাযোগ করলে সে তার বউকে ফেরত চান।

ছোটবেলা থেকে ভালবেসে বিয়ে করেন তিনি। আরিফ হাসান আরও বলেন তার বউকে ফেরত না দিলে সাংবাদিক সম্মেলন করবেন তিনি।

≠========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর