নড়াইল উপজেলা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইল সদর উপজেলা নির্বাচনকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া।
বৃহস্পতিবার সকাল ১১টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আজিজুর রহমান ভূঁইয়ার নির্বাচনী প্রচার কেন্দ্রে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আজিজুর রহমান ভূইয়া বলেন, গত ২১মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনের পরের দিন ২২মে বিকালে আমার প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য নির্বাচন সম্পর্কে এবং আমার বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য ও তথ্য উপাত্ত মিডিয়ার সামনে তুলে ধরেছে তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
আমি এ ধরনের অসত্য,কাল্পনিক, মনগড়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
======