বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি / ৩১ সময়
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে আনিস শেখ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

শুক্রবার (৩১মে) রাত ৮টার দিকে চরকান্দিপাড়া টুকু মিয়ার ইটভাটার কাছে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। নিহত আনিস শেখ চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। সে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সোহেলের ভাই।

স্থানীয়রা জানায়,শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনিস শেখ ঘুরতে ইটভাটা এলাকায় যায়। এরপর তাকে একদল সন্ত্রাসী এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বলেন,হত্যাকাÐে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর