টঙ্গীবাড়ি ভোরন্ডা ব্রীজ-সিলিমপুর রাস্তায় নিম্নমানের খোয়া ব্যবহারে এলাকাবাসির ক্ষোভ
টঙ্গীবাড়ী উপজেলার ভোরন্ডা ব্রীজ-সিলিমপুর ১৫শত মিটার রাস্তার কাজে পঁচা ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, বলইর ভোরন্ডা ব্রীজ-সিলিমপুরের ১৫ শত মিটার রাস্তার কাজে নিম্নমানের পঁচা ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। ইট দিয়ে যে সাইট ওয়াল তৈরি করা হচ্ছে সেটিও সঠিকভাবে হচ্ছে না। কিছু জায়গায় সাইট ওয়াল ধসে পড়েছে। হাত দিয়ে চাঁপ দেওয়ার সাথে সাথে পঁচা ইটের খোয়া ভেঙে যাচ্ছে।
এলাকাবাসী জানায়, এই রাস্তার কাজে ৩ নম্বর ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। ব্যবহৃত খোয়া মানুষের পায়ের সাথেই পিষ্ঠ হয়ে যাচ্ছে। গাড়ি চলাচল করা সম্ভব হবে না, গাড়ির চাঁপে রাস্তা নষ্ট হয়ে যাবে। বৃষ্টিতে চরম বিপর্যয়ে পড়বে জনচলাচল।
এ বিষয়ে ঠিকাদার মোঃ সিয়ামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী তানবিন হাসনাত বলেন, এ রাস্তার কাজে আমরা যা কিছু করছি সব কিছু চেয়ারম্যান ও মেম্বারকে সাথে নিয়েই করছি। আমিতো এই কাজটি ভালো ইট দিয়েই করেছি। আপনারা যে ইটের কথা বলছেন সে ইট অন্য কোথাও থেকে এনে দেখাচ্ছেন কিনা।
এ বিষয়ে আউটশাহী ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দার বেপারী বলেন, রাস্তায় ভালো মানের ইট দিয়ে কাজ হোক এটিই আমি চাই। যদি পঁচা ইটের খোয়া দিয়ে কাজ হয়ে থাকে, আমি চেয়ারম্যান হিসেবে সেটির প্রতিবাদ জানাই।
টঙ্গিবাড়ি উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন বন্ধ থাকায় সাইটে আমি যেতে পারি নাই। এই তিন দিনের মধ্যে ঠিকাদার কোন খারাপ মাল দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। যদি দিয়ে থাকে তাহলে রবিবারে সাইটে গিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
=========