রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদারের সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি / ৩৮ সময়
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

আসন্ন ৯ মে পটুয়াখালী জেলার দুমকী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সার্বিক পরিস্থিতির উপর সংবাদ সম্মেলন করেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ কাওসার আমিন হাওলাদার ওরফে( মাল্টা কাউসার)।

৩ রা জুন বিকাল ৩টার সময় দুমকি (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের অভিমুখে স্টার রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কাওসার আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীতা বৈধ ঘোষণা হওয়ার পর থেকে এপর্যন্ত আমি ও আমার সমর্থকদের উপর পরপর পাঁচবার হামলার শিকার হয়েছি। প্রতিপক্ষের হামলায় অনেকেই গুরুতর আহত হয়েছে। যার মধ্যে একজন গুরুতর হামলার শিকার হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তিনি আরো বলেন, আমি দির্ঘদিন প্রবাসে কর্মরত ছিলাম। আজ আমি আমার দুমকি উপজেলার মানুষের পাশে দাড়িয়ে তাদের সেবা করার জন্য জীবন উৎসর্গ করতে চাই। অথচ আমার প্রতিপক্ষ মটর সাইকেল প্রার্থী হারুন অর রশিদ হাওলাদার তার পেটোয়া বাহিনি দিয়ে বার বার হামলা চালাচ্ছে।

এসময় তিনি আরো বলেন, আগামী ৯ জুন সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি সন্ধিহান। আদৌ কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। আমি সাংবাদিকদের মাধ্যমে পটুয়াখালী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান করছি, আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশে সৃষ্টি করে দেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি।

হামলার বিষয় জানতে চাইলে হারুন অর রশিদ হাওলাদার  বলেন,এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র,আমি কোন দাঙ্গা হাঙ্গামার রাজনীতি করি না। আমিও চাই অবাধ ও সুষ্ঠ নির্বাচন হোক। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান।

কাউসার আমিন বলেন, আমার উপর
হামলার বিষয় দুমকি পুলিশ প্রশাসনকে অবগত করার পারেও এর কোন সুষ্ঠু সমাধান মেলেনি।

এবিষয়ে দুমকি থানার ওসি মোঃ শফিউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান,আমরা অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি।

======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর