টংগীবাড়ীতে ভেকুদিয়ে কৃষি জমির মাটি কাটার মহোৎসব! হারিয়ে যাচ্ছে ফসলি জমি
টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে। এতে হারিয়ে যাচ্ছে ফসলি কৃষি জমি।
নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করে মানচিত্র থেকে উধাও করে দিচ্ছে কৃষি জমি। যদিও কৃষি জমি রক্ষায় সরকারের কঠোর নির্দেশ রয়েছে।এরপরও রক্ষা হচ্ছে না কৃষি জমি।জানা যায়, উপজেলার সেরাজাবাদ মৌজায় সেরাজাবাদ সনিবাড়ি মোড় হতে গাব্বা ঢালিকান্দি যাওয়ার পথে প্রায় ২একর জমিতে ইঞ্জিন চালিত ভেকু মেশিন বসিয়ে ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে বাধ নির্মাণ করে ভরাট করার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষি জমিতে ভেকু বসিয়ে মাটি কাঁটা হচ্ছে।স্হানীয় ইকবাল নামে একজন জানান,আজিজ নামের এক প্রভাবশালী ব্যক্তি এই মাটি কাঁটার কাজ করছে।আব্দুল আজিজ দেশের বাহিরে থাকায় তার প্রতিনিধি সাদ আবদুল্লাহ বলেন, মুন্সীগঞ্জের সাগর এর সাথে কথা হয়েছে। তিনি বলেছেন কাজ চালিয়ে যেতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসেন এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মিটিংয়ে ব্যস্ত আছি। আপনি এসিল্যান্ড এর সাথে কথা বলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতুর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
≠========