সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আনসার সদস্যকে মারধরের অভিযোগ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ মনির হোসেন নামে এক আনসার সদস্যকে মারধর করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভূইরা গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে ওসমান গনি (৩৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (২৬),নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তের গাও গ্রামের মাসুদ বেপারীর ছেলে রুবেল বেপারী (২৫)।
এ ঘটনায় ভুক্তভোগী আনসার সদস্য মনির হোসেন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূইরা গ্রামের মোহাম্মদ আলী মোল্লার বড় ছেলে আনসার সদস্য মোঃ মনির হোসেন ও তার ছোট ভাই ওসমান গনির সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো।
চলমান বিরোধের জেরে বুধবার বেলা অনুমান ১১ টার দিকে মোঃ মনির হোসেনের বসত বাড়ীতে ঢুকে ওসমান গনি ও তার স্ত্রী ফাতেমা বেগমসহ রুবেল বেপারী অকথ্য ভাষায় গালাগালি করে। মনির হোসেন তাদের গালিগালাজের প্রতিবাদ করাসহ গালিগালাজ করতে নিষেধ করলে ওসমান গনি ও তার স্ত্রী ফাতেমা বেগম তাকে এলোপাথারী ভাবে মারপিট করে।
এসময় তাদের সহযোগী রুবেল বেপারীর হাতে থাকা ধারালো দা দিয়ে মনির হোসেনের মাথায় কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে মোঃ মনির হোসেনের ডাকচিৎকার শুনে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে গুরুত্বর আহত মোঃ মনির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী আনসার সদস্য মনির হোসেন বলেন, আমি মুন্সিগঞ্জে থাকি। আমি মুন্সিগঞ্জে থাকায় আমার ছোট ভাই ওসমান গনি আমার জায়গা জবরদখল করার জন্য জায়গার খুটি উঠিয়ে ফেলে।
আমি আজকে বাসায় এসে খুঁটি কেন উঠিয়েছে সেটা ওসমান গনীকে জিজ্ঞেস করতে গেলে সে ও তার স্ত্রী সহ ভাড়াটে লোক দিয়ে আমার উপর হামলা করে এবং আমাকে ধারালো চাকু দিয়ে জামে মেরে ফেলার জন্য শরীরের কয়েক স্থানে কোপ দিয়ে জখম করে। আমি তাদের বিচার চাই।
এ ব্যপারে অভিযুক্ত ওসমান গনির সাথে যোগাযোগ করে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে আনিত অভিযোগ অস্বীকার করে উল্টো তার বড় ভাই ভুক্তভোগী মনির হোসেনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে বলেন, আমি তাদের কোন মারধর করি নাই। তারাই আমাকে মারধর করেছে। আমি তার জায়গা দখল করি নাই। সেই আমার জায়গা দখল করার জন্য আমাকে মারধর করেছে। ডাক্তারের কাছে গিয়ে ভুয়া রক্ত লাগিয়ে আপনাদের দেখাইছে। আমার বাবা এর প্রধান স্বাক্ষী।
আনসার সদস্য মোঃ মনির হোসেন কর্তৃক সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
==≠====