দক্ষিণখানে মারধরের ঘটনায় থানায় অভিযোগ
দক্ষিণখানে মারধরের ঘটনায় থানায় অভিযোগ। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
রাজধানীর দক্ষিণখান শুভ হোটেলের গলির ৩০৩ নং বাড়িতে ট্যাংকির পানি ওভার ফ্লো হয়ে জমে থাকা পানির জেরধরে টিটু ও তার ভাইসহ ২০-২৫ জন লোক বাড়ির মালিক ফখরুল ও তার স্ত্রী আফসানা মিমিকে মারধরের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান,১৮ জুন সকালে বাড়ির ট্যাংকে পানি ভর্তি হলে কিছু পানি টিটুর গোডাউনে ঢুকে যায়। তবে তেমন কোন ক্ষতিহয়নি।এই পানি ঢোকার ঘটনাকে কেন্দ্র করে ঐ বাড়ির কেয়ারটেকার বাবুলকে কলার টেনে ধরে হিচরে গোডাউনে নিয়ে যায় টিটু।কেয়ারটেকার প্রতিবাদ করলে টিটুর দোকানের ২০ -২৫ জন কর্মচারী কেয়ারটেকারে বেধড়ক মারধর করে।
বাড়ির মালিক ফখরুল নিচে আসলে তার গায়েও হাত তোলেন টিটু ও তার সাথে থাকাা লোকজন।বাড়ির মালিক ফখরুল বলেন,আমি মারধর ফেরাতে গেলে আমাকেও মারধর করে এবং ২০-২৫ জনলোক আমার ঘরে ঢুকে ভাংচুর করে এবং স্বর্ণ অলংকার ও টাকা পয়সা নিয়ে যায়।আমি থানায় যাওয়ার জন্য গাড়ি বের করলে রাস্তায় আমাকে আটকে হুমকি দেওয়া হয়েছে।
দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত ঘটনায় থানায় অভিযোগের কপি ও ভাঙচুরের স্থিরচিত্র ও ভিডিও রয়েছে উক্ত প্রতিবেদকের হাতে।
=======