মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

সাংবাদিকদের নামে জিডি, বনেক- বসকো’র উদ্বেগ-নিন্দা

নিজস্ব প্রতিবেদক / ৪১ সময়
আপডেট: রবিবার, ৩০ জুন, ২০২৪

সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) সভাপতি নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক ও দৈনিক প্রতিদিনের কাগজের সিনিয়র রিপোর্টার মো. সেলিম সরকার এর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন বসকোর সভাপতি জাহাঙ্গীর আলম তপু ও সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার এক বিবৃতিতে অবিলম্বে এ ধরণের উদ্দেশ্যে প্রণোদিত সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সম্প্রতি ময়মনসিংহে মা ডেকে ভয়ংকর প্রতারণা,
নারীর মাথায় পিস্তল ধরেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফায়িম শাহরিয়ার অনন্ত শিরোনামে ভুক্তভোগী নারী নাজমা বেগমের বক্তব্য গত ২৮ জুন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার অনলাইন মাল্টিমিডিয়ায় তুলে ধরা হয়। তিনি ভুক্তভোগী নারীর কোন প্রশ্নের উত্তর না দিয়ে
নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

আজ রবিবার বিবৃতিতে নেতারা বলেন, সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। হুমকি-ধামকি দিয়ে সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না। তার বিরুদ্ধে যে সাধারণ ডায়েরি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারে দাবি জানান তারা।

সাংবাদিকদের নামে সাধারণ ডায়েরি করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাংবাদিক নেতা সাইদুর রহমান রিমন। তিনি বলেন, এক বিবৃতিতে বনেকের সভাপতি মোঃ খায়রুল আলম রফিক ও সাংবাদিক সেলিম সরকারের নামে অবিলম্বে এই সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যতায় সারাদেশে কর্মসূচি দেবে সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর